আজ এক বিশাল প্রান্তরে আমি একা,
পায়ের নিচে পৃথিবীর সবুজ ঘাস,
আরো আছে কিছু শিরীষ, কৃষ্ণচূড়া, নিমের,
আরও নাম না জানা গাছ।
আছে কিছু ঝরে পড়া হলুদ পাতা,
ঠিক আমার মতই যারা ঝরে গেছে।
একদিন তুমি এসেছিলে মন নিয়ে,
তোমার দুচোখ দিয়ে চেয়েছিলে আমায়।
একদিন কত কথা বলেছিলে তুমি,
তোমার শরীর -
না, কোনদিন তাকিয়ে দেখিনি তাকে,
তারপর কে তোমারে নিয়েছে ডেকে,
বিকেলের আবছা আলোয় -
চলে গেছ তুমি মানুষের ভিড়ে।
বেলা শেষ হয়ে আসে,
নক্ষত্রেরা আকাশে জাগে,
তুমি আর আসবেনা জানি,
খুঁজবে না আর আজ আমাকে।
তবু আমি বসে আছি কেন,
এই অনন্ত রাতে, একাই,
মন ঝরে যায় আগে,
দেহ ঝরে পড়ে তার পরে।
নক্ষত্রের রুপালি আলোতে
এক মৃত নক্ষত্রের মতো
বসে আছি একরাশ পিপাসা নিয়ে।