আজ এই অনন্ত অন্ধকারের রাত,
নিঃশব্দ নক্ষত্রের চেয়ে ঢের বেশি
নিঃশব্দ আসনে খুঁজে ফিরি
কোন এক মানবীর মনে,
কোন এক মানবের জন্য বেঁচে থাকে
যে জিনিস হৃদয়ের গভীরে।
যা দিয়ে ফলানো যায় জীবনের রঙ,
কোথাও তা নেই,পৃথিবীর সবুজ ঘাসে,
আকাশের নীলে, সমুদ্রের জলে,
তুমি আছ পৃথিবীর উষ্ণতার সাথে,
আমি আছি বাইরে আকাশের শীতে।
যে আগুন জ্বলে ছিল বুকের ওপর,
রাতের শিশির তা দিয়েছে নিভিয়ে।
ক্ষয় হয়ে যায় আশা,
পৃথিবীর আকাশ, আলো,
আর আধাঁরের মাঝে।
তবু আমি পাই নাই,
কোন এক মানবীর হৃদয়ের গভীরে,
যে জিনিস বেঁচে থাকে,
কোন এক মানবের তরে।