অনেকদিন আগে কোন একদিন,
চৈত্রের রোদে ঘাসে ভরা মাঠে
আর নীল নিঃসীম আকাশে,
আমি ছিলাম সেই দিনটির মাঝে।
তুমিও ছিলে আমার হৃদয় পাশে,
কেমন করে যেন বাঁধা পড়েছিলে
কোন এক অজানা সুরের বাঁধনে।
দেখেছিলাম তোমাকে আর আশেপাশে,
কিন্তু সমস্তটা বোধহয় চোখে পড়েনি,
অথচ আমি ছিলাম সেই দিনেরই মাঝে।
কত কথা বলা হয়েছিল, কত যেমন তেমন,
যখন তখন, সবই বৃথা গেছে মিলিয়ে।
ভালোবেসেছিলাম জানি তবে,
ভালো করে জানিনি, নাকি জানতে চাইনি,
কতটুকু, ঠিক কতটুকু ভালোবেসেছি।
আনমনে আমার প্রেমের মদিরা, তার
কত গেছে ফেলাছড়া , কতটুকু ছিল বাকি।
আজ বেলা যখন গেছে চলে, গোধূলি আলোতে,
আমি দূরের পটে দেখি তখন, পথের বাঁকে,
আলো ছায়ার খেলার মাঝে, ধূসর আঁখিতে,
ফিরতে ইচ্ছে করছে সেই দিনটির মাঝে,
ফেরার পথ হারিয়েছে আজ কালের অমোঘ স্রোতে,
শুধু মনে হয়, একটা কথা কি বলা হল না,
আমার মনে আটকে থাকা ওই দিনটির গায়ে
কোন রঙের তুলির চিন্হ রইল না।