আমরা আজ বড় জটিল হয়ে গেছি,
স্বচ্ছ একটা প্রত্যাশাকে নিয়ে ভুলে গেছি বাঁচতে।
সৃষ্টির দিন যেন শেষ হয়ে গেছে,
যা বেড়ে উঠেছিল শত শতাব্দীর সাথে।
নদীর জলের মত স্বচ্ছ ভালোবাসা নিয়ে
হৃদয়ের এক দরজা দিয়ে ঢুকেই
আর এক দরজা দিয়ে যাই বহিষ্কৃত হয়ে।
অভিভূত হয়ে আছি বেদনার অমোঘ নিয়মে,
পরিণত বিবেকের অনিমেষ রেখায়।
অনির্দিষ্ট আকাশের নীলে মিশে যায়
আমার হৃদয়ের আশা, চেতনার নিবিড়তা,
চঞ্চল করে স্বচ্ছ সূর্যের আলো।
আজ আমি নিজেকেই প্রশ্ন করি,
এই সেই নারী, যাকে তুমি চেয়েছিলে।
মায়ামোহ হয়ে সন্ধ্যায় সূর্যাস্তের মত
যে তোমারে গেছে চির অন্ধকারে ফেলে।
রহস্যময় অন্ধকারে প্রেতের মত ঘুরি ফিরি,
আর বৃথা আঘাত করি তার দ্বারে।
আর অকৃত্রিম রামধনু খেলা করে
আমার বহুদিন পড়ে থাকা জীবন্ত শবের উপরে।