একদিন আমি বেজে উঠেছিলাম
আমার সমস্ত শরীর দিয়ে,
বাঁশি যেমন বাজে তার ছিদ্রগুলো দিয়ে,
ঠিক তেমনি করেই আমার অনুভবের
সহস্র ছিদ্র দিয়ে আমি সুরে সুরে
প্রকাশ করেছিলাম নিজেকে।
তুমি তা কতটুকু বুঝেছিলে জানিনি,
নাকি বুঝতে কখনও চাওনি।
আজ তুমি বহুদূরে,আমার হৃদয়ে
তোমার কঙ্কন ঝংকার আর বাজে না।
আমার সমস্ত কবিতা আমার মত
সময়ের ভারে জরাজীর্ণ হয়,
শুধু শব্দের হাহাকার হয়ে পড়ে থাকে।
আর আমার অনুভবের ছিদ্রে
আজ আর কোন সুর ওঠে না,
শুধু বয়ে যায় মৃত্যুর শীতল বাতাস।