জানি তোমার আকাশে আজ সূর্যের আলো
ঝলমল করছে ঠিক সোনালী দিনের মত,
আমার আকাশে সূর্য আজ মেঘে ঢাকা,
ঠিক কেন যেন কোন এক গভীর গুহার
অন্ধকারের মত শুধু বিষাদে ভরা।
জানিনা তুমি কতদূর গেলে, আজ আছ
কোন অজানা সুখের আশায়,আবেশে।
আজ বৃষ্টিতে ভিজে গন্ধরাজ যেন বাতাসে
এক আশ্চর্য আবেশ সৃষ্টি করে,
আর আমার বুকের গভীর গোপনে
এক অশ্রুর অবিরল স্রোত বয়ে যায়।
আমি এখনো দাঁড়িয়ে আছি সেই রাস্তার মোড়ে,
যেখান থেকে তুমি পারি দিয়েছিলে
অন্য কোন কোথাও, অন্য কোনো কিছু
পাওয়ার আশায় আশায় হয়তো।
আমি এখনো দাঁড়িয়ে আছি অপেক্ষায়,
এই রাত শেষ করে নতুন ভোরের ভাবনা নিয়ে,
যদি কখনো তুমি পথ হারিয়ে নতুন রূপে
নতুন করে আবার এখানে ফিরে আস।
নাকি সব পথ গেছ তুমি ভুলে,
আর কখনোই এখানে পৌঁছাতে পারবে না,
দিশাহারা জীবনের চক্রব্যুহে পড়ে।