একটু দূরে কোথাও কোন জায়গা থেকে
বাসনের ঠোকাঠুকির আওয়াজ আসছে,
দেওয়ালে হাওয়ায় ওড়া ক্যালেন্ডার,
যেন এক আহত পাখি ডানা ঝাপটায়।
তারিখের সংখ্যাগুলো আবছা হয়ে আসছে,
আমি আর দেখতে পাচ্ছিনা।
একি আমারই অস্থির মনের প্রতিচ্ছবি,
নাকি অন্য কোন কোথাও,
আমার প্রেমকে অস্বীকার করে
আরও বেশি অস্থির হয়ে উঠেছ তুমিই।
আমার আকাশে আজ ঘন নীল অন্ধকার,
তবু নক্ষত্রেরা বসে আছে অপেক্ষায়,
শুধু তোমাকেই সাজিয়ে তুলতে চেয়ে।
মনের কল্পিত আড়াল সরিয়ে
জানিনা তুমি ফিরে আসবে কিনা,
নাকি খুঁজে নিয়েছ নতুন আকাশের নীলিমা,
তোমার মনপাখি দিশাহীন পথে উড়বে বলে।