এইভাবে পড়ে থাকি সারাদিন
স্পন্দনরহিত জীবন নিয়ে সর্বক্ষণ।
গাছ থেকে ঝরে যাওয়া পাতার মতো
রাত্রিদিন পারিপার্শ্বিকের প্রতি হয়ে উদাসীন।
সুন্দরী নারী, প্রস্ফুটিত গোলাপ কিংবা
পাখির গান কিছুই পারে না জাগাতে
কোন শিহরণ আমার শিরায় উপশিরায়।
আমার আকাশে কোন নক্ষত্র ফোটে না ,
কোন চাঁদ জ্যোৎস্নার প্রলেপ দিয়ে
আমাকে ঘুম পাড়ায় না।
কেউ ডাকছে না আমায় তবু মনে হয়
আছে যেন কারো ব্যাকুল আমন্ত্রণ।
মন ছুটে যেতে চায় অজানার পথে,
তবু তাকে অবহেলা করে স্বপ্নবীজ
রোপণ করে যায় বন্ধ্যা জমিতে।
সহসা কোন ইন্দ্রজালে সেই নারী এসে
তার আঙ্গুলের ছোঁয়ায় স্বস্তির বৃষ্টি এনে দেয়
আর ফুলে ফুলে ভরে ওঠে আমার জীবন।
ঠিক যেন বেলাশেষে পথ হারানো
পথিকের মতো ঘরে ফিরব এখন।