নিদ্রাহীন রাতে শুধু ডুবে যাই
আমি বিষাদের গভীর অন্ধকারে।
ডুব দিয়ে খুঁজি স্বপ্নময় দিন,
দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে
তাকিয়ে থাকি আর ভাবি,
দুটো হাত দিয়ে সময়কে বেঁধে রেখে
কোথায় নিয়ে যেতে চায় আমাকে।
জানিনা কেন তবু বুঝি
যে আয়ুষ্কাল আসছে ফুরিয়ে।
ভাবি নক্ষত্ররা কেন প্রতিরাতে আসে,
বিষাদের গভীর অন্ধকার থেকে
আলোর কিরণের মত তুলে আনি
একফালি চাঁদ, সে কি তুমি?
কিন্তু তুমি তো কালবৈশাখীর সন্ধ্যায়
বিদ্যুতের ঝিলিকের মত দেখা দাও
তীব্র এক আলোয় আমার আকাশে।
কখনও তো চাঁদ হয়ে আসো নি পূর্ণিমার রাতে,
জ্যোৎস্নায় ভরিয়ে দিতে আমার হৃদয়।