তোমার সাথে আমার পরিচয় হয়ত
কোন এক হেমন্তের দিনে শিশির ভেজা সকালে,
নাকি অন্য কোন কোথাও, অন্য কোনো শতকে,
অন্য কোন জন্মে,তখন এই তুমি
আমার আমিকে ঠিক চিনতে পেরেছিলে কি?
আমি তোমায় দেখেছিলাম একটি নদীর পাড়ে,
তখন তুমি গল্পে মেতে ছিলে এক যুবার সাথে,
আমি যে তোমার দৃষ্টিপথে নেই,
বুঝতে আমার কষ্ট হয়নি মোটেই,
নাকি আমি ছিলাম খানিক দৃষ্টিপথেই,
তুমি ইচ্ছা করেই করেছিলে অবহেলা,
কিছু ফুল ঝরে পড়েছিল মাটির বুকে।
জানিনা তুমি আমায় এমন করে,
কেন, কোন কারণে সরিয়ে রাখলে দূরে,
আমি না হয় ক্ষয়ে গেছি সময়ের টানে,
তবু আমার মনটা এখনও আছে
সজীব তাজা সদ্য ফোঁটা ফুলের মতো,
এই সন্ধ্যারাতে আমি এখনও যুবা
শুধু তোমাকেই দেখে,তবুও তুমি যুবার সাথেই
কোন সে সুখের টানে, যাচ্ছ ভেসে
নদীর তীরে নদীর জলের জোয়ারেরই টানে,
আমি শুধু মরি জ্বলে ঈর্ষা নামের বৃশ্চিক দংশনে।