কত ব্যর্থ রাত কেটে গেল জীবনের
এলোমেলো ছবি আঁকতে আঁকতে,
যেন কোন এক অন্ধ শিল্পীর
হাতে পড়েছে রঙ তুলি।
কিছু আরোপিত উপমা আর প্রতীকের সীমা,
তাই দিয়ে গড়ে তোলা খন্ড খন্ড রূপের মহিমা।
কবিতায় গড়ে তুলি নারীর প্রতিমা,
মেধার দারিদ্র্যে তাকেও সবটা বুঝিনা।
অথচ সুন্দর সুন্দর বলে জাপটে ধরি তাকে,
জবরদখল করা জমির মতো
দাবি করি এ নারী আমার।
মূলত অন্ধ তবু সত্তায় দোলে
এলোমেলো ভাবনা নিয়ে সুন্দরের বিমূর্ত প্রতিমা।
জানি ঘোর কেটে গেলে কবিতায় গড়ে নেব
শব্দের অপ্সরা আর কথার অমরাবতী।
যে নারীর সান্নিধ্য দেবে এক শুদ্ধ শিহরণ,
আর আমার জাগ্রত চোখে
চিনে নেবে এক নতুন জীবন।