আমার এখন আর কোন তৃষিত বাসনা নেই,
নেই কোন পরিতাপের বিষয়,
আমার কোন শোক নেই,
শুধু যেন এক জীবন্ত লাশ হয়ে
বসে আছি জানালার পাশে।
আমার দশটি আঙুল যেন গলা টিপে
ধরতে চায় আমার স্তব্ধতাকে।
অথচ এই জানালার বাইরে এখনও
আকাশ আছে, আকাশে অগুনতি তারা আছে।
তারারা যেন প্রশ্ন করে আমাকে,
তুমি কেন এত দিশাহারা ?
আমি চুপ করে বসে থাকি আনমনে আর
উত্তর খুঁজি নিজের ছায়ার মুখোমুখি হয়ে।
হৃদয়ে আমার পৃথিবীর উষ্ণতার
কোন বোধ আসে না,অকস্মাৎ
নির্বাপিত সত্ত্বার আড়াল থেকে
চকিতে ভেসে ওঠে সদ্য ফোঁটা গোলাপের মত
তোমারই মুখের দীপ্ত হাসি।