কীসের এত অভিমান তোমার?
কি অপরাধ করেছি আমি।
অভিমানের কথা যদি ভেঙে বল
তবে কি আর দাম থাকে তার।
তোমার আক্রোশ কেন ঝরে পড়ে
আকাশ ভাঙ্গা শিলাবৃষ্টির মতো,
বা মরুভূমির দুপুরের রোদের মতো।
আমি প্রাকৃতিক বিপর্যয়ের মত
সহ্য করে নিয়েছি সেই সব।
কেউ হয়তো বুঝিয়ে দিয়েছেন
আমি সম্পূর্ণই অযোগ্য তোমার।
কিন্তু তুমি তো আমার প্রেমিকা নও,
কোনোদিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকিনি,
তোমার স্পর্শে বীণা হয়ে বেজে উঠিনি।
বন্ধুত্বও কি ছিল কখনও,
নামহীন এক সম্পর্ক আমাদের
হয়ত কোনকিছুর সূত্র ধরে।
শক্তি চট্টোপাধ্যায় -এর ভাষায় শুধু বলতে পারি,
দুঃখ দাও,আরো বেশি দুঃখ দাও,
যদি দিতে পার আমাকে।