অন্ধকার মধ্যরাতে দুঃস্বপ্ন দেখে
হঠাৎ করেই জেগে উঠি আমি,
চারিদিকে শিয়ালরা রাত্রিকে, দাঁতে,
নখে, ছিঁড়ে যেন হাসতে থাকে।
অনুভব করি আমি যেন বেঁচে আছি
পড়ে থাকা এক শবের মত,
হয়ত বা কোন এক ভস্ম মূর্তি,
কেউ এক টোকা দিতেই ঝরে পড়ে যাব।
দুঃসময় যেন ঘোড়ায় সওয়ার হয়ে
আমার চারপাশে ঘুরতে থাকে,
আর চাবুক চালায় আমার সারা শরীরে।
কালো মেঘের কিনারা থেকে যেন,
ঝরে পড়ে অবিরাম বিষাদের জল,
বৃষ্টির ফোঁটার মত আমার হৃদয় থেকে
নিরন্তর রক্ত পড়তে থাকে।
ভিজে একাকার হয় আমার সমস্ত কবিতা,
না, কোনদিকে কোন আলোর রেখা নেই,
অজ্ঞানতা গ্রাস করে রাখে অনন্ত সময়।
ক্রুর বিভ্রান্তির বহুরূপী ছায়া যেন
আমাকেই খুঁড়তে বলে আমারই কবর।
কল্পিত মিত্ররা কেউ কোথাও সাড়া দেয় না,
সম্ভবত নতুন ভোরের নতুন আলোয়
সুসময় দেখা, এ জীবনে হবে না আমার।