এই শহরেই আমি জন্মেছিলাম,
বড় হয়ে উঠেছি এই শহরেই,
মৃত্যুও হয়ত হবে এই শহরেই,
কারণ, আমার তো আর কোন
চলে যাওয়ার জায়গা নেই।
এখানে সারাদিন মানুষের ব্যস্ত চলাচল,
সন্ধ্যা হলেই হয়ে ওঠে আলোয় উজ্জ্বল।
জেগে ওঠে কত শত রঙিন বিপণি,
মায়াবী আলোয় ভরে, রঙিন স্বপ্ন নিয়ে।
স্বপ্ন বিক্রি করে চলে সেথা সব
সেরা সেরা ডানাকাটা হুরপরীর দল।
এই শহরের কোন রঙিন দোকান থেকে
কোন এক সুন্দরী ডানাকাটা পরী,
একটা সুখের সংসার কিনতে পারিনি,
তাই, উজ্জ্বল আলোর নিচে অন্ধকারে,
দিনভর ব্যর্থ কাজ, অকাজের পরে,
সারারাত মন জেগে রয়, আশায়, আশায়।
জানিনা, যারা সারাদিন সুখে আছে,
বাড়ী, গাড়ী, অনেক অনেক টাকা নিয়ে,
সারাদিন সুখের আবেশে তলিয়ে গিয়ে,
তাদেরও কি সারারাত মন জেগে রয়,
কোন এক অজানা না পাওয়ার ব্যর্থতায়।