একদিন চলে যাব আমি, কোন একদিন,
হয়ত তোমার অনেক অনেক আগেই,
তবুও তো রয়ে যাবে সমুদ্রের ভাষা,
রয়ে যাবে তোমাকে পাওয়ার পিপাসা।
রয়ে যাবে এই পৃথিবীর সেই সব
ধুলোমাটি আর রাত্রি শেষে দিন,
রয়ে যাবে সেই সব মানুষের ভীড়।
রয়ে যাবে এলোমেলো আকাশ,
আর আকাশে আকাশে জ্বলে যাবে
নক্ষত্রেরা অনেক অনেক রাত।
এই রাত্রি, এই দিন, কোন একদিন,
তুমিমায় করে তুমি রেখেছিলে ভরে,
আজ গেছ সেই তুমি চলে,
সেই দিন, সেই রাত্রি ফুরায়েছে বলে।
আজ রাতে, জানি আর আমাকে
খুঁজিবে না তুমি, নক্ষত্রের পাশে,
পৃথিবীর ধুলো, মাটি, কাঁকরে,
তুমি চলে গেছ মানুষের ভীড়ে।
জানি আজ আর কোন প্রশ্ন নেই,
তবু আমি কেন একা রয়েছি দাঁড়ায়ে,
আমি এই পথে, বন্ধুহীন পথে,
একদিন, কোন একদিন, একদিন কবে,
তোমার রাত্রিদিন শেষ হবে বলে।