আমার প্রণয়ের ধংসস্তূপ
ফুলে ফুলে ঢেকে রেখে
বিষাদের মালা গাঁথি শব্দ দিয়ে।
কয়েক পংক্তি লিখেই থেমে যাই আমি।
নিজেকে খনন করে কিছুই খুঁজে পাই না।
হোঁচট খাই আমার কল্পলোকের চৌকাঠে।
শুধু শব্দ অপচয় করি দগ্ধিভূত আত্মায়,
ইন্ধন যোগায় সময়ের কাতরানি
আর আকাঙ্খার মিথ্যাচার।
অগোচরে মিশে যায়
বিন্দু বিন্দু করে আমার কবিতায়।
বন্ধ হয়ে যায় আশার জানলা কপাট,
দিন তাড়া খেয়ে ঢুকে পড়ে রাত্রির গুহায়।
চোখ দুটি বন্ধ করে বসে থাকি আনমনে,
চোখ খুলতেই দেখি আলোকিত ঘর
আর অদূরে তুমি দাঁড়িয়ে আছ
স্বর্গীয় মহিমায় ভাস্বর।
হটাৎ মেঘের গর্জন
শোনা যায় জ্যৈষ্ঠের আকাশে।
পরমুহূর্তেই দেখি আমার অন্ধকার ঘরে
তুমি নেই, আছে শুধু তোমার অপরূপ ঘ্রাণ।