আবার একটা নিঃসঙ্গ একাকী নিদ্রাহীন রাত।
না,আজ নক্ষত্ররা আকাশে নেই,
আছে শুধু গভীরতম অন্ধকার।
ঘড়ির পেন্ডুলামের মত করে
আমার চেতনার সঞ্চরণ ঘটে।
যেন খুলে যায় তৃতীয় নয়ন,
ভাবি, গীতা, কোরান, বাইবেল,
সবাই তো একই কথা বলে।
তবে কেন ধর্ম, জাতি নিয়ে এত বিবাদ।
আসলে কি এগুলো আসবাবের মত
সাজিয়ে রাখার জন্য তৈরি হয়েছে?
মানুষকে জীবনের পথ দেখানোর জন্য নয়,
ধর্মীয় মৌলবাদ, জাতিগত মৌলবাদ,
আসলে সে তো রাজনীতির ফসল উৎপাদন।
তাই মহর্ষি চার্বাকের মত প্রশ্ন তুলে
আমিও বলতে চাই যে,
তোমার যদি অস্তিত্ব থাকে
তো প্রমাণ কর হে ঈশ্বর,
সমস্ত ধর্মীয় অন্ধতাকে বিলুপ্ত করে
স্থাপন কর মানবতার ধর্ম।
নয়তো আপন স্পর্ধা ভরে বলি,
হে ঈশ্বর, তুমি মারা গেলে করে, কোন ক্ষণে।