আমার এই মধ্যরাতে জেগে থাকা, ঘুমানো,
আকাশের নক্ষত্রের সাথে কথা বলা,
কিংবা মধ্যরাতের স্তব্ধতায় আশ্চর্য ভোরে
দেখা তাজমহলের কথা ভাবা,
পাস দিয়ে বায়ে যাওয়া যমুনার জল,
অথবা হাম্পির সেই আশ্চর্য মন্দির,
যেখানে সপ্তসুর বেজে ওঠে পাথরের খিলানে।
বা সুগভীর খাদের মধ্যে দিয়ে।
বায়ে যাওয়া কর্নাবতির তীব্র জলধারা আর
তার মধ্যে জেগে থাকা আগ্নেয়গিরির মুখ।
সযত্নে রেখেছি সব মনে,
কিন্তু এগুলো কি এক ধরনের পাওয়া?
জীবনে কি করেছি কিছু সঞ্চয়?
তবুও কোনদিন উছলিত হয়ে উঠিনি তো
কখনও কোন সুমধুর ছন্দস্রোতে,
পায়নি তো কোন অনন্ত মধুর সন্ধান।
ধরা যাক ভোরের শিশিরের মতো
অর্থহীন এই সব, এই সকল কিছুই,
শুধু তোমার কাজল কালো চোখের,
এক নিমেষের আকাঙ্খাদীপ্ত এক অতৃপ্ত দৃষ্টি,
গেঁথে আছে আমার হৃদয়ের অন্তঃস্থলে,
জার কাছে আজ সবই মূল্যহীন মনে হয়।