কখনও কখনও কবিকল্পনা
সত্যি ঘটনার চেয়েও অনেক,
বেশি সত্যি বলে মনে হয়।
আমাকে গ্রাস করেছে
ছাঁচে গড়া জীবন যাপন,
নিষেধের কাঁটাতারে করেছে মলিন।
তাই বার বার কবিতা লিখতে গিয়ে
থেমে যায় আমার হৃদয়।
অন্ধকার গাঢ় হয়ে ঘিরে ধরে আমাকে।
ভাবি কি করে ফিরিয়ে আনি
তোমার পূর্ণিমাকে আমার কবিতার মাঝে।
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি
আমার কন্টকশয্যায় কখন।
হটাৎ স্বপ্নে দেখি বসে আছি
এক জনহীন স্টেশনের প্লাটফর্মে।
একটা ট্রেন এসে দাঁড়াল
ঠিক যেন এক অদৃশ্য কবিতার মত।
মনে হয় বহুদিন পরে যেন আবার
তোমাকে দেখলাম ট্রেনের জানলায়।
তুমিই নাকি অন্য কেউ,
আমার হৃদয়ে এই ঢেউ
অন্য কাউকে দেখে জাগতে পারে না,
নাকি পারে?