আজকাল দিন যাপন করি
নিরন্ধ্র কারাবাসের মতো,
তোমার সান্নিধ্যের অলকাপুরি থেকে
নির্বাসিত হয়ে যাওয়ার পরে।
তোমাকেই চাই বলে ডাক দিই
আমার অস্তিত্ব থেকে, প্রতিধ্বনি হয়ে
তা বার বার ফিরে আসে আমারই কাছে।
আমি কিছুই দেখিনা, কিছুই বুঝিনা,
আমার দুচোখ ভরে শুধু তুমিই।
আনমনে আবৃত্তি করি তোমার সৌন্দর্য্য,
আর হটাৎ করেই মনে পড়ে
আজ তুমি নেই আমার পাশে।
আমি তো তোমায় ধরে রাখতে পারিনি,
যেভাবে আকাশের চাঁদ কিংবা সূর্য
হারিয়ে যায় কালো মেঘের আড়ালে,
সেভাবেই তুমি এক আশ্চর্য অপেক্ষায়
আমাকে ফেলে দিয়ে চলে গেলে
কোন এক নবদিগন্তের দিকে।
আমার মনের জতুগৃহে বিপুল ভাবে
পুড়তে থাকে সকল আশা,
যখন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না,
তখন আমার জানালায় দাঁড়িয়ে তুমি
চোখ মেলে দিও ক্ষুধিত অন্ধকারে।