কি ভাবছ তুমি এখন নিজের ঘরে
একাকী বসে, কাল রাতে ঘুম হয়েছিল ঠিক?
নাকি স্বপ্নে বিভোর হয়ে
ঘুমিয়ে ছিলে পরীর মতো।
আমি এখন পড়ে আছি কর্কশ বালুচরে,
যেখানে রঙের কোন মেলা নেই,
ফুলের কোন গন্ধ নেই,
কতকাল প্রাণে কোন গান বাজেনি,
শুধু ক্ষয়ের টানে একা উদাস হয়ে
আমার সমস্ত বাসনা, আকাঙ্ক্ষা ভেসে চলে,
চারিদিকে অন্ধকার জলের গ্রাসে।
তোমার চোখের আলোতে অন্ধকার
লাল গোলাপের স্তবক হয়ে ওঠে,
জ্যোৎস্নায় ভরিয়ে পরীর মত
তুমি তুলে আনো রত্ন অলঙ্কার,
স্বপ্নের জটিল ইঙ্গিতে বেলা যায়,
সবকিছু শূন্য মনে হয়,মুছে যায় স্বপ্নাক্ষর ,
শুধু জানি তুমি এলে ফুটবে কৃষ্ণচূড়া।