কোনদিন হয়ত কাউকে কথা দিয়েছিলাম,
আবার কখনও কোথাও দেখা হবে।
কখন কোথায় কবে দেখা হবে,
আজ আর কিছু মনে নেই।
অথচ আজও তো পথ চলি অবিরাম
কোন অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
কতজনের সাথেই তো দেখা হয়,
চেনা বা অচেনা, শুধু তাকে দেখতে পাই না
যাকে আমি দেখতে চেয়েছিলাম।
তবুও সামনের দিকে এগিয়ে যাই,
নতুন পথের দিশা খুঁজে,
দূর দিগন্ত আর আকাশের দিকে চেয়ে।
অথচ বিস্মিত হৃদয়ে দেখি
আমি দাঁড়িয়ে আছি ঠিক এক জায়গাতেই।
কেন যেন অনুভব করি আমার
আজ আর প্রকৃত কোথাও যাওয়ার নেই,
কখনও দূরে এক করুন গানের সুর শোনা যায়,
আর ক্ষণিক পরেই তা মিলিয়ে যায়।