নিজেকে আজ ভীষণ ক্ষুধার্ত মনে হয়,
মহাকাশের কালো গহ্বরের মতো
সর্বগ্রাসী আমার ক্ষুধা, প্রতি মুহূর্তে
দেহে মনে জ্বলছে আগুনের মতো,
গ্রীষ্মের খরতাপে ফেটে যাওয়া মাটির মত
দহন করছে আজ আমাকে।
না, বাড়ি, গাড়ী, টাকা-পয়সা, খ্যাতি, যশ,
কোন কিছুরই লোভ নেই আমার।
আমার ওসবের কোন প্রয়োজন নেই,
আমার সামান্য দাবি, অসামান্য এক দাবি।
যদি না মেটাতে পারো তবে জেনো
আমি সামনে যা কিছু পাব,
পাহাড়, নদী, গাছপালা, রাস্তাঘাট সব কিছু
গ্রাস করে নেব এই রাক্ষুসে ক্ষুধায়।
আমি শুধু চাই, একমাত্র এটাই চাই,
আমাকে নিবিড় স্পর্শ করো তুমি নারী,
কোনো অলৌকিক স্পর্শ নয়,
শাশ্বত এক মানবিক স্পর্শ করো তুমি।
আমাকে আজ তুমি উদ্ধার কর,
এই সভ্যতার পঙ্কিলতা থেকে,
তোমার স্পর্শে আমাকে উদ্ধার কর,
হাহাকারের নিশ্চিত পতন থেকে।