এই পৃথিবীতে নান্দনিক বেদনা দেওয়ার
মত মানুষের খুব অভাব।
তুমি তা আমায় দিতে পেরেছ তাই
তারই আমি ফসল তুলি কবিতায়।
সুখস্মৃতি আমার কবিতার
উৎস হতে পারে না।
তুমি তো সামান্য নারী নও,
তুমি তো নদীর প্লাবন এনে দাও
আমার বুকে অথবা
হয়ে যাও আমার চৈত্রের চিতা।
আমার মর্মসহচরী হয়ে ওঠনি কখনও
কিন্তু বেদনার উপলদ্ধি মর্মে দিয়েছ ভরে।
দিয়েছ তোমার অবহেলা আমায় উপহার
নাকি সরে গেলে কোন অভিমানে।
আমি তো জেনেই গিয়েছি
তোমার প্রেমের আকালে আজ
আমি দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ।
এইভাবে চলে যাব একদিন
বুকে নিয়ে ব্যাকুল আগুন।
আমাকে পাবে না খুঁজে আর, তোমার,
না, আমার কি এসে যাবে প্রিয়তমা,
তোমার উদ্দেশ্যে উড়ালে জীবন।