তুমি কি আমার জীবনে খরস্রোতা নদীর মতো,
শুধু কি পাড়ে বসেই দেখে যাব।
নাকি শুধু এক রং করা পুতুল,
মনের ভিতর সাজিয়ে রাখার জন্য।
তুমি কি এক বিশাল বৃক্ষের মতো,
যার ছায়ায় আমি ক্লান্ত হয়ে বিশ্রাম নেব।
কিন্তু আমার কি এসে যাবে,
আমার বুকের আগুন নিয়েই
আজ বাধ্যতামূলক আমার প্রস্থান।
কেউ কেউ চলে যায়, অবলীলায়
বেছে নেয় পৃথক জীবন।
আজ শহরের পথে পথে
জীবনের বাকি পথ হেঁটে যেতে যেতে,
সময়ে অসময়ে, আলোয় অন্ধকারে,
বার বার থেমে যাব জানি,
অন্তরে পুড়বে নির্জনে ঘৃতের আগুন।
তবু আমি আর আহত হব না,
শুধু একেবারে নিহত হব,
অদ্ভুত বন্ধ্যা হবে ঊর্বরা ফাগুন।
নদীর জলেতে হবে হাহাকার,
আর সেই জলে জ্বলবে আগুন।