আমি জন্মেছিলাম ভুল সময়ে,
বেঁচেও আছি ভুল সময়ে।
পৃথিবীর আকাশ, মাটি, জল,
সবই চলে গেছে অসৎ, লোভী,
আর মন্দ মানুষের অধিকার।
আমাদের সমাজ, জীবন, অস্তিত্ব,
সব চলে গেছে নষ্ট লোকেদের অধিকারে।
সবকিছুই গ্রাস করেছে অন্ধকার,
লোভ আর লালসা নিয়ে তারা
ধংস করে চলেছে মানুষের জীবন।
চারিদিকে শুধু হানাহানি, যুদ্ধ,
আর মানুষকে খেপিয়ে তোলার লক্ষ্যে
দাপিয়ে বেড়াচ্ছে অসৎ মানুষের দল।
আমি জন্মেছিলাম ভুল সময়ে,
চাষ করেছিলাম ভুল জমিতে, ভুল ফসল,
ভুল সময়ে, তাই ফসল ফলেনি।
একমাত্র আশার রেখা ছিলে তুমি,
তাও সরে গেলে দূরে।
আমি নিজেই নিজেকে নষ্ট করেছি,
ভুল করে তোমায় ভালোবেসে।