আজ আমরা সবাই বাস করি
নিজস্ব এক দ্বীপে, যার চারপাশে
শুধু সন্দেহ, অপ্রেম আর অবক্ষয়ের নদী,
আর সমুদ্রের অসীম জলরাশির মাঝে।
আলোয় আধাঁরে, মানবমনের রহস্যময়
গভীর গুহার ভেতর থেকে বেরিয়ে আসে
শকুন, শেয়াল আর বিষাক্ত সব সাপ।
তবুও হৃদয় আছে বলেই মানুষ বিচলিত হয়,
নিজের অধম স্থূলতাকে বিসর্জন দিতে
ডেকে আনে জ্ঞান, প্রেম, আকাশ আর নক্ষত্রকে।
আমরা তো আজ সবাই যে যার
অন্তরঙ্গ জিনিস খুঁজে নেওয়ার ছলে
মানবরক্ত বহন করে চলি নির্মম অজ্ঞানে।
ভালো করে বেঁচে থাকার তাগিদে
হৃদয়ে যে প্রেম আসে
সে কি তার নিজের ছায়ার প্রতি ?
সে কি শুধু নিজেকেই ভালবেসে
এই পৃথিবীর সব কিছু পেতে চায় ?
চারপাশে জলের নিকটতম জলের অন্ধকারে,
আজ আধাঁর, আরো বেশি গভীরতর আধাঁর,
করে ফেলে মানুষের আত্মরতি।