জানি কতদিন দেখা হয়নি আমাদের,
হয়ত হবে না আর এই জীবনে।
তবুও তোমার জন্য ছটফট করি এত,
জানিনা আমার জন্য তুমিও কি
কখনও কি অস্থির হয়ে ওঠ।
হও না বলেই তো আমি আজ নির্বাসিত।
এ কেমন সময় সংকটে হলো
তোমার আমার মাঝে পরিচয়,
তুমি ছড়িয়ে আছ আজও
আমার প্রতিটি শিরা উপশিরায়।
হয়ত আর কোনদিন শুনব না
তোমার স্নিগ্ধ ঝর্নার মত কণ্ঠস্বর,
তবুও আমার মন প্রখর হয়ে
কান পেতে রাখবে তারই দিকে।
আমার উদ্যান বিরান করে যে গেছে চলে,
এখানে আর কোন গোলাপ নেই,
শুধু শুখনো গাছের কঙ্কাল
সারাক্ষণ আমাকে কঠোর দৃষ্টি হানে।
চারিদিক আজ কাঁটাতার দিয়ে ঘেরা,
ক্লান্ত মনে আশ্রয় খুঁজি দেওয়ালে,
জানি আজ কোথাও আশ্রয় খোঁজা বৃথা,
তোমাকে আর কখনও না দেখেই
তোমাকে বুকে নিয়েই আমার মৃত্যু হবে।