আজ রাত্রির প্রগাঢ় নিস্তব্ধতায়
আমি চেনা পথের যাত্রী হয়ে পথ হারায়,
নাকি প্রত্যেক পথের মাঝেই আছে
পথ হারানোর, দিক হারানোর ব্যাকুলতা।
প্রত্যেক স্বপ্নের ভেতর লুকিয়ে থাকে
যেমন করে আরও একটি স্বপ্ন।
কিন্তু তার ভেতরে থাকে কুয়াশার অস্পষ্টতা,
যেখান থেকে চেনা পথে আর ফেরা যায় না।
সরে যাই আমি অনেক দূরে, ক্রমশ হারিয়ে যাই
ছোট ছোট নরকের দরজায়,
অকস্মাৎ দেখা দেয় এক অদেখা জীবন।
নিজেকে সরিয়ে নিয়ে আড়ালে লুকাই,
অথচ তার স্মৃতি আমাকে তাড়া করে ফেরে সর্বক্ষণ।
আজ আমি সরে গেছি অনেক দূরে,
দূরত্বের অপরিচয় ঘুচবে না কখনও,
যে যাবার সে তো যাবার জন্যই এসেছিল,
এত বিরাট আশ্চর্য কিছু একটা নয়,
কুয়াশার অস্পষ্টতায় অচেনা হয়েই থাকবে।
ধ্বংসকে ভালবেসে প্রতীক্ষায় থাকি,
জানিনা, কার জন্য প্রতীক্ষা, কিসের জন্য প্রতীক্ষা ?