প্রেম নিয়ে তো অনেক হলো,
এবারে অন্য কিছু হোক।
ফুলের থেকে একটা পাঁপড়ি খসে পড়লে
আমার কেমন যেন একটু দুঃখ লাগে।
সযত্নে এড়িয়ে চলা আমাদের সম্পর্কটা
কোথাও যেন একটু লেগে আছে
আমার একটু কষ্ট লাগে।
তুমি তো জানলে না যে
আমার সব কবিতাই তোমাকে লক্ষ্য করে,
আমার একটু দুঃখ লাগে।
শ্বশানের চুল্লি আর তোমার মধ্যে
কয়েক বিন্দুর তফাৎ, দুজনেই দহন করে,
আমার একটু কষ্ট লাগে।
তুমি ছিলে হটাৎ আসা শীতল বাতাস
এখন আছ কোন পাহাড়ের দেশে,
আমার জীবন লণ্ডভণ্ড করে,
নিজেই অবাক হয়ে যাই আমি,
একা একাই ভাবি, সত্যিই প্রেম নেই বলে
অন্য কিছু হোক না আমার জন্য,
একটা দুঃখ থাকুক তোলা।