আমি একটা কবিতা খুঁজছিলাম।
আমি গাছের কাছে কবিতা চাইলাম,
গাছ বলল, আমি তো গদ্য রচনা,
তোমায় কি করে কবিতা দেব।
তুমি বরং ফুলের কাছে যাও,
আমি ফুলের কাছে চাইলাম কবিতা,
ফুল বলল,আমার কবিতা তো ভ্রমরের জন্য,
তা আমি তোমাকে দিতে পারব না।
আমি অন্ধকারের কাছে চাইলাম কবিতা,
অন্ধকার মৃদু হেসে বললো, আছে,
আমার কাছেই তো তোমার সব কবিতা।
কিন্তু আজ কবিতা থাক, একটা গল্পের শোন,
তুমি তো পুরুষ,পুরুষ কখনো কাঁদে না।
তাকে যত খুশি যন্ত্রনা দাও,
যত পারো কষ্ট দাও,তবুও
সে কখনো কাঁদে না, কারণ
সে হাসিমুখে সব সহ্য করে।
তাকে কাঁদাতে পারে একমাত্র নারী,
শুধু তার ভালবাসার নারী।
যখন সে তাকে অবহেলা করে,তার দুর্বলতার
সুযোগ নিয়ে মজা করে তার ভালবাসার,
তখন কঠিন শিলার ভিতর থেকে
যেমন ঝর্নার জল বেরিয়ে আসে,
ঠিক তেমনই অঝোরে ঝরে পুরুষের অশ্রু,
তবে শুধু আমিই দেখতে পাই তাকে।