রুক্ষ শূন্যতায় ভরা, তোমার আমার মাঝে,
রচিত হয়ে চলেছে যেন এক বেয়াড়া,
ক্রমাগত এক গা ছমছম করা,
আকুল তৃষ্ণায় ভরা এক বিস্তীর্ণ প্রান্তর।
এখানে তোমার মত কোন পাখি নেই,
যার গানের সুরে আকাশে ফুটবে আভা,
এখানে তোমার হাসির মত, নেই কোন ঝর্ণা,
যেখানে আমার ক্লান্ত তৃষ্ণাকে মিটিয়ে নেব।
চারিদিকে যেন অপেক্ষা করে আছে
অসংখ্য শবগন্ধী ক্ষুধার্ত শিয়ালের দল,
আমার বিশ্রামের কোটর তছনছ করে দেয়।
আমার স্বস্তি ছিনিয়ে নিয়ে যায়
ডানার ঝাপটায় এক দুরন্ত বাজপাখি।
তোমার সান্নিধ্য থেকে নির্বাসিত হয়ে
পড়ে থাকি আমি, বিচ্ছেদ ডানা মেলে,
অন্ধকার যেন কুকুরের মতো লেহন করে,
তোমার অনেকানেক স্মৃতিগুলো
ঝোপঝাড়ে জোনাকির মতো জ্বলে।
আমার শিরায় শিরায়, আমার অস্তিত্বে,
তোমারই অন্তরঙ্গ উষ্ণতা অনুভব করে
আমি পথ চলি, তোমারই দিকে মুখ করে।
বিলুপ্তি ঝরে পড়ে আমার চোখের পাতায়,
তোমার স্মৃতির ভোরে বিভোর হই,
মরীচিকার মত আমার হৃদয় কাঁপে শূন্যতায়।