এ কেমন করে চলে যাওয়া তোমার,
যেন এক বিরান চৈত্রের দুপুরে, একাকী দূরে,
ক্রমশ এক অদৃশ্য বিন্দু হয়ে যাওয়া।
অথচ সকালবেলায় তুমি তো ছিলে
রঙিন চাঞ্চল্য হয়ে আমার হৃদয়ে।
তোমার সান্নিধ্যের ঘোর তো কাটেনি এখনো,
প্রাণ ভরে আছে তোমারই সৌরভে।
নেশাগ্রস্তের মতো সামনে তাকিয়ে আছি,
আশপাশে যা কিছু, যত কিছু আছে,
চোখ, কান, মন,নেই তো সেদিকে।
আমার হটাৎ কি যেন মনে পড়ে,
ব্যগ্র হাতে ফোন খুলে দেখি,
তোমারই সে ছবি, হলুদ রঙা শাড়িতে।
কলেজে সরস্বতী পুজোর দিনে তোলা
প্রস্ফুটিত তরুণীর সেই অপরূপ,
সময়ের স্পর্শহীন, চির অম্লান রূপ।
মনে পড়ে সেই সব সোনাঝরা দিন,
দেখি গুচ্ছ গুচ্ছ স্বপ্ন সাথে অবিরাম।
প্রেমের অনলে আবার পুড়ে যায় মন,
স্বপ্নগুলো যেন সব অভ্রের মতো করে
গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে,
তারা ভীড় করে উঠে আসে আমার কবিতায়,
আর হয়ে যায় নক্ষত্রের মতো স্পন্দমান।