সন্ধ্যা নেমে আসবে আবার,
সারাদিন পাথর ভেঙেছি পাহাড়ের কোলে।
সূর্য অস্তগামী প্রায় শালের জঙ্গলে,
হাতদুটি শ্রান্ত হয়ে পড়েছে,
দিনের ব্যস্ততা গেছে মিটে।
মনের অনল জ্বেলে
তুমি কি বসবে পাশে এসে,
যে কথা হয়নি বলা,
এবার বলবে কি মন খুলে।
তুমি ভালবেসেছিলে তিল পরিমাণ,
আমি সর্বাঙ্গে নিয়েছি ভরে।
নাকি আমার সবকিছু হল ভুল,
শ্রান্তিতে পড়েছি নুয়ে।
তবুও এখনো থাকতে চাই,
তোমার কোলে মাথা রেখে,
চিরনিদ্রায় শায়িত হয়ে।
চাঁদের মায়াবী জ্যোৎস্নায়,তখন তুমি,
একবার ভালোবাসতে চেষ্টা কোরো।