তুমি চলে গেলে, অনেক দূরে,
আমার সমস্ত স্বপ্নগুলোকে গুঁড়িয়ে দিয়ে।
আমার হৃদয়ে বৃষ্টি নামে শুধু দুঃখের,
কিন্তু দুঃখকে আমি স্বীকার করতে চাই না।
জানি তুমি দুঃখ দিতেই এসেছিলে,
তাই দুঃখকে আমি স্বীকার করব না।
আমি জানি দুঃখ মরে যাবে,
ঠিক যেমন করে বন্যার জল
ভাসিয়ে নিয়ে যায় সব কিছুই,
ঠিক তেমনি করেই সময়
দুঃখকে ঠিক ভাসিয়ে নিয়ে যাবে।
দুঃখ এগিয়ে আসে আমার দিকে,
বাড়ায় তার কালো অন্ধকারাচ্ছন্ন হাত,
তার নখের আঁচড় ছিঁড়ে দিতে চায়
আমার বুক, গভীর থেকে গভীরতর করে,
রক্ত ঝরে পড়ে আমার হৃদয় থেকে।
তবু দুঃখকে আমি প্রশ্রয় দিতে চাই না,
না কোন অনুশোচনা নেই আমার,
কারণ সে দুঃখেরই আর এক রূপ।
আমার ভালবাসা আমার গর্ব,
তাই নিয়ে আমি আনন্দের হাত ধরব,
মরতে যদি হয় তবে আনন্দ নিয়েই মরব,
শেষ পর্যন্ত বলব আমি ভালবাসি,
শেষ বিদায় নেব আমি হাসিমুখেই।