আমি কতবার বলেছি, তোমাকে ভালোবাসি,
বার বার করে আমার কবিতায়
শুধু তুমিই তো আসতে থাক।
যে কথা আমার হৃদয়ের গভীরে গেঁথে আছে
তাকে অস্বীকার করি কি করে?
কিন্তু এখন কি আমি তোমায় ঘৃনা করি?
তোমার দৃষ্টিতে আজ আগুন ঝরে,
জ্বলে ওঠে আমার বুকের গভীর ক্ষত।
সাপিনির মত বিষ ছড়িয়ে দাও তোমার নিঃশ্বাসে,
আমি ছুটে পালিয়ে যেতে চাই বহুদূরে।
তুমি অজগরের মত দুচোখে ইন্দ্রজাল মেলে রাখ,
আমি কিছুতেই পালাতে পারি না
তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে।
তুমি সম্রাজ্ঞী মত বসে থাক
নিজের অটুট অহঙ্কার নিয়ে আর
আমি নতজানু হয়ে কাঙালের মত
ধন্য হই তোমার অসীম অবহেলায়।
আমার মালিন্য বাড়ে, বাড়ে ক্রোধ, বাড়ে ঘৃনা,
তবু বলে চলি তোমায় দিবানিশি,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।