তুমি ছিলে শুধু মরীচিকা
বালি খুঁড়ে পেলাম শুধু বালি।
আর ছিল শুধু কাঁটা ঝোপ,
ভেবেছিলাম স্বর্গ নদীর কিনারা।
সেখানেও শুধু বালি আর বালি।
আমার মাথার ওপর আকাশ ভাঙছে,
সূর্য অস্তগামী প্রায় দিগন্তে
তুমি উৎসবে মাতোয়ারা,
আমি অ-সুখ শয়নে শায়ী।
আজ আমি পিপাসার্ত, ক্লান্ত, রিক্ত, নিঃস্ব,
কিন্তু সম্পূর্ণ মোহমুক্ত।