আজ কোন কথা নেই আমাদের,
শুন্য হয়ে যায় আশা চেতনার বোধ।
হয়তোবা বেদনা কিছু আছে ঐ মনে,
সে ব্যাথা ঢাকা মৌনতার আবরণে।
তোমার চোখের সেই স্পষ্ট নির্লিপ্ততা,
অবহেলা, অভিমানও কি ছিল তাতে?
নদী, নক্ষত্র, প্রান্তর আর আকাশের থেকে সরে,
হারিয়ে গেছ তবু হটাৎ কখন কাছে এসে।
মন স্থির হয়ে আছে ফ্রিজ শটে,
শুধু তোমার অপ্রতিম দুচোখে
বৃন্ত্যচ্যুত অবিন্যস্ত ফুলের মত।
আছে শুধু হৃদয়ের দুর্বল দুরাশা,
আমাকে ডুবিয়ে দেয় জড়ত্বের তলে।
ভোরের শিশির কণা যেমন
মৃত্যু নিশ্চিত জানে সূর্যের প্রথম কিরণে,
তবু বার বার ফিরে আসে
তেমনই তোমার দুটি চোখের অতলে,
তলিয়ে যেতে চায় আমার হৃদয়।
নিজেকে ডুবিয়ে দিতে চাই
শুধু তোমাকেই ভালোবেসে।