দেশ আর দেশপ্রেম, এই দুটো শব্দ
আমি ঠিক বুঝে উঠতে পারিনা।
আমার কেমন যেন সব গুলিয়ে যায়।
ওয়াগা সীমান্তের কুচকাওয়াজ আমার মনে
কোন উদ্দীপনা জাগাতে পারেনা।
কলহনের রাজতরঙ্গিনি খুলে দেখি
লব আর কুশ অযোধ্যা ছেড়ে চলে গিয়ে
যে নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন
তার রাজধানী ছিল লবাহুল,
যা আজকের দিনে লাহোর নামে অভিহিত।
সে কি আজও আমার দেশ?
নেপালের সীমান্তে বসে দেখেছি
দু দেশের ঘাসে একই অনুভূতি।
ইচ্ছামতীর পাড়ে বসে দেখেছি
বৌ কথা কও এর ঝাঁককে
ওপাড় থেকে এপাড়ে উড়ে আসতে।
তাদের তো কোন পাসপোর্ট লাগেনা,
বুঝে উঠতে পারিনা, শক, হুন, কুষাণ,
যারা এই দেশে মিশে গেছে
তারা কি আক্রমণকারীদের উত্তরসূরী?
স্বপ্ন দেখি এমন এক বিশ্বমানবতার দেশ,
যেখানে রাজনৈতিক ম্যাপে
কোন কাল্পনিক সীমান্ত নেই,
কোন কাঁটাতারের বেড়া নেই।