আজ আকাশে চতুর্দশীর চাঁদ,
জ্যোৎস্নায় ভাসছে চারিদিক
তার রহস্যময়ী আলোয় আলোকিত করে,
মনে এক স্বপ্নের আবেশ।
এমনই এক সন্ধ্যায় তুমি ছিলে মোর পাশে,
বসে ছিলাম পুন্যতোয়া বেতোয়ার ধারে,
আমার জন্মশুন্য হাতে ছিল
তোমার নগ্ন নির্জন হাত।
পাশে ছিল ওরছার ধূসর প্রাসাদ,
আজ এক বিলুপ্ত নগরী,একদিন ভরা ছিল
জীবন ও যৌবনের সোনাঝরা দিন।
আজ শুধু নিস্তব্ধ বিস্ময়,
আছে শুধু হাজার বছর ধরে বয়ে চলা
বেতোয়ার জলের কোলাহল।