আমি এক সৃষ্টিছাড়া,
কারণ আমি স্বপ্ন দেখি জেগে।
আমি স্বপ্ন দেখি তোমাকে ভালোবাসার।
তোমার চেয়ে ঢের সুন্দরী অনেক আছে,
তুমি গেয়েছিলে গান,না আমার জন্য নয়।
তবুও তোমার সুরে আমি ভেসেছিলেম,
আকাশে মেঘেদের সাথে,নক্ষত্রদের পাশে।
কারণ আমি সৃষ্টিছাড়া।
তোমার টেবিলে ছিল উপন্যাসের বই,
না আমি তা পড়িনি,কারণ আমি নিজেকে
তোমার সাথে মেলাতে চাইনি।
আমি পড়েছিলাম কবিতা আর শুধু কবিতা,
আজ শুধু তোমাকে ভালোবেসে
আমার বড় মরে যেতে ইচ্ছে করে।
কারন আমি তো সৃষ্টিছাড়া।