শব্দ আর ধ্বনি নিয়ে খেলা করি
আপন মনে নিঃসঙ্গ রাতে।
শব্দের মূর্তি বানিয়ে ফেলে রাখি অন্ধকারে।
মাঝে মাঝে মনে হয়
শব্দের গলিত লাশের ওপর বসে আছি
আমি এক কাপালিক কবি।
ভাবি সত্যিই কি মানুষের স্বাধীনতা
দেশে আছে,কত শত নিয়মের
বেড়াজালে ঘেরা মানুষের জীবন।
প্রকৃত স্বাধীনতার সূর্যোদয়
তো মানুষের জীবনে হয়নি এখনও।
সহসা মূর্তির খোলস ছিঁড়ে
জেগে ওঠ তুমি, আমাকে বল
মানুষের একমাত্র স্বাধীনতা তো
তার মনে, তার চিন্তায়, তার প্রেমে।
তুমি তো যাকে খুশি ভালবাসতে পার,
সে তোমায় ভালবাসুক বা না বাসুক।
তাতে তো কোন বাধা নেই,
এটাই তোমার আসল স্বাধীনতা।
তোমার প্রেম বাঁচে আমার অনাথ হৃদয়ে।