তোমাকে দেখেছি আমি তোমার প্রিয়
আকাশী রঙের পোশাকে,
পরম আলস্যে বসে থাকতে।
তোমাকে দেখেছি লাল মাটির দেশে
পলাশের রঙে নিজেকে রাঙিয়ে নিতে।
বকুলের সুগন্ধ ভরে আবিষ্ট করে রাখতে,
রূপের খাঁচায় বন্দী যেন এক চন্দ্রকনা।
তোমাকে দেখার পর আমার
চেতনার নিবিড়তা চঞ্চল হয়ে যায়,
ঘরে দিনমান টেকে না অস্থির মন,
সারারাত জেগে কাটে বিবাগী শয্যায়।
তাকিয়ে থাকি আমি অন্ধকারে
কোন কল্পলোকের গল্পকথার আশায়।
অভাবিতের স্বপ্ন কি স্বপ্নেই হবে শেষ?
আজ তুমি নেই বলে
কি থাকবে না কোনদিনই।
কাছে যতই ডেকেছি ভালোবেসে
তত বেশি করে গেছ দূরে সরে।
এখনও তো আসনি আমার পথে,
জানি কখন আসবে না আমার জগতে।
বুঝেছি প্রেম তুমি মহামোহ
মুক্তি পাওয়া আছে শুধু বৈরাগ্যে।