তোমাকে হারানোর কষ্ট
এখন আর আমাকে কষ্ট দেয় না।
নিদ্রাহীন রাতে বসে থাকি একা একাই,
এখন আর জেগে থাকার চেষ্টা করতে হয় না।
চোখের জল দিয়ে জলরঙের ছবি আঁকি,
সে ছবিতে রঙ তুলি লাগে না।
সে ছবিতে থাকে একটাই মুখ, সে তো তোমারই।
আমার স্মৃতি থেকে, হৃদয়ের গভীরে যার উৎস।
তুমি আর নদী হয়ে আমার বুকে প্লাবন আন না,
তাই মরুভূমি আমার বুকে বাসা বেঁধেছে।
তোমার গান আমি আর শুনতে পাই না,
তাই আমার আর কান খোলা রাখতে হয় না।
সমুদ্রে এখনও নাকি ঢেউ ওঠে,
শুধু আমার হৃদয়ে আর কোন ঢেউ ওঠে না।
শীতের ভোরে তেমন করে আর
আজ কোন শিশির বিন্দু ঝরে পড়ে না,
তাই আমার বুকের আগুন আর নিভে যায় না।
তোমাকে হারানোর কষ্ট
এখন শুধু দহন করে আমাকে।
জানিনা কার হৃদয় আলোকিত করে তুমি
হারিয়ে গেছ এই অভাগাকে অন্ধকারে ফেলে।