অনেকদিন ধরেই আশ্রয় নিয়েছে
এক অন্ধকার গভীর গুহার মধ্যে,
আমার পলাতক সত্ত্বা।
চারপাশ ঝোপঝাড় দিয়ে ঢাকা
পৃথিবীর আলো যেখানে প্রবেশ করে না,
বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন প্রায়
তোমাকে হারিয়ে গোপনে,
পড়ে আছে আমার জীবন্ত এই শব।
তোমার সাথের মুহূর্তগুলো বড় কষ্ট দেয়,
ভুলে যেতে চাই,মুছে দিতে চাই,
মন বলে যেটুকু অস্তিত্ব বাকি আছে
সেটাই আমার নীরব অহঙ্কার।