তোমার ওই কাজল কালো চোখ,
কেন আমায় বিবশ করে রাখে।
আমি চারিদিকে কিছুই দেখতে পাই না,
এমনকি তোমার মানবীর অবয়বও না।
শুধু আবিষ্ট হয়ে পড়ে থাকি
তোমার চোখের মায়ায়।
আমার হৃদয়ে কেন ঝড় ওঠে তোমাকে দেখে,
কি চাও তুমি আমাকে পাগল করে,
আমার কবিতা সব এলোমেলো হয়ে যায়।
সারারাত জেগে খেলা করি শব্দ নিয়ে,
জানিনা নির্ঘুম রাতে জমে ওঠা
আমার হৃদয়ের কালি
তোমার চোখে কাজল হয়ে ওঠে কিনা?
এক দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে পড়ে
তোমাকে দেখার অসুখ।
আমাকে দূরে সরিয়ে রাখা কি অবহেলায়,
নাকি আছে কোন অভিমানও?
তবু একটা জন্ম কাটিয়ে দেব
শুধু তোমার চোখের মায়ায়,
শুধু তোমার ভালোবাসার অপেক্ষায়।