স্বপ্নপোষ্য হয়ে আছি বহুকাল,
শুধু তোমার স্বপ্ন নিয়েই বেঁচে আছি আমি।
অকারণ শব্দ নিয়ে মালা গাঁথি
আর ভাবি পড়াব তোমায়।
বাস্তবে তো এলেনা কোনদিনই,
যেটুকু পেয়েছি ক্ষণিকের জন্য,
অপেক্ষা করে থাকে আমার হৃদয়
আরও বেশি করে পাওয়ার আশায়।
তোমার দীপ্ত মুখশ্রী আমার সর্বস্ব নিয়ে যায়,
তবু এই পৃথিবীতে বাঁচি শুধু তোমার আশায়।
অকথিত কিছু কথা আর
আমার নীরবতা সমর্পণ করেছি তোমায়।
তোমার স্বপ্নস্মৃতি নিয়ে আজ
এই অন্ধকার পিঞ্জরে একাকী আমি,
উদ্দাম হয়ে ফিরে আসব আবার
যদি কখনও তোমার ডাক পাই।