এমন ভাবে তাকাও যদি তুমি
আমার দিকে মায়াবী দুচোখ তুলে,
আমি তো তোমার দিকেই ছুটে যাব
সবসময়, সেটা দিন হোক বা রাত,
প্রখর রৌদ্রে বা প্রবল তুষারপাত উপেক্ষা করে।
একবিন্দু অনন্ত হয়ে যদি
তুমি দাঁড়াও আমার জীবনে, তবে
তোমাকে দেখার জন্য আমি
সবকিছু ছুঁড়ে ফেলে দেব ধুলায়, হেলায়।
কোনদিকে আর তাকাব না,
এই পৃথিবীতে গাছ,ফুল আর ঝর্নার দিকে।
জেনে রাখ,আমি উপেক্ষা করতে পারি
পৃথিবীর সেরা সুন্দরীদের শুধু তোমার জন্য।
কখনও বা নিদ্রায় স্বপ্নে, কখনও বা জাগরণে,
যদি পাপ হয়ে তুমি দাঁড়াও
নরকের দরজায় পা রেখে,
আমি বাঁধব তোমায় ব্যাকুল আলিঙ্গনে।
আমি সমর্পণ করতে পারি আমার
সমস্ত শরীর, সত্তা,তোমারই আঁচলে।