তুমি কি এখন কোকিলের মতো
অনবরত ডাকছ আমায়,
নাহলে এই মধ্যরাতে আমার হৃদয়
কেন ব্যাকুল হয়ে ওঠে,
মনে হয় দরজা খুললেই দেখতে পাব
দাঁড়িয়ে আছ তুমি স্মিত অন্ধকারে।
একরাশ গোলাপ সাজিয়ে রাখি
শুধু তুমিই আসবে বলে।
আমি এলোমেলো ভাবনা নিয়ে
বিভ্রান্তির মধ্যে ডুবে যাই,
চোখের সামনে সমুদ্রের ঢেউ ওঠে
শুধু তুমিই আসবে বলে।
তোমারই ভেলায় ভেসে
চলে যাই দিগন্তের পাড়ে,
সমুদ্রের নীল জলে কুহকের কেশপাশ,
সে যেন তোমারই দ্বীপ।
সমাচ্ছন্ন হয়ে থাকি তোমারই সুগন্ধে,
তবু কখনও আমি তোমাকেই বুঝিনা।
মানুষ দেওয়াল তুলে ঘর বানায়,
আর তুমি দেওয়াল তুলেছ
আমার বুকের মাঝে
যার কোন দরজা নেই।
আমি বদ্ধ হয়ে পড়ে থাকি
আমার চার দেওয়ালের মধ্যেই।